আজ শুক্রবার সকাল ৭টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত এক বাসযাত্রী (৪৬) নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন।
আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় দুইজনকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য চারজনকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, বাস-ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দুর্ঘটনার সংবাদ জানার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেন।
Leave a Reply