উইমেন ডেস্ক: বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪ আশ্বিন ১৪২৮ |
রাজবাড়ীতে পলাশ মন্ডল (২০) নামের এক মাদক ব্যবসায়ীর পেটের ভেতর থেকে ৮১০ পিসসহ মোট ১ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। এই ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা ডিবি পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার বেতবাড়িয়ার হারুন মন্ডলের ছেলে পলাশ মন্ডল এবং শেখ মাজবাড়ীর খালেক শেখের ছেলে আলহাজ। জানা গেছে, আলহাজের নামে এর আগেও মাদক মামলা ছিল।
জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেটের চালান রাজবাড়ীতে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে দৌলতদিয়া ঘাটে অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করা হয়।এ সময় আলহাজ নামের যুবকের প্যান্টের পকেট থেকে ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং অন্যজন জানায় তার পেটের ভেতর ইয়াবা আছে।
পরবর্তীতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে পলাশকে এক্স-রে করে ইয়াবার প্রমাণ পাওয়া যায়। তখন বিশেষ কায়দায় পলাশের পেটের ভেতর থেকে ৮১০ পিস ইয়াবা বের করা হয়।
Leave a Reply