উইমেন ডেস্ক: শনিবার, ০২ অক্টোবর ২০২১, ১৮ আশ্বিন ১৪২৮ |
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুইজন রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা।
শুক্রবার মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে।আটক দুই রোহিঙ্গা হলেন জিয়াউর রহমান ও আব্দুস সালাম। দুইজনকে রাতেই উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন।
এর আগে শুক্রবার মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে আটক করেছিলেন এপিবিএন সদস্যরা। পরে তাকে উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি করে। এ সময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এপিবিএন সদস্যরা উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুহিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।
রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন I
Leave a Reply