উইমেন ডেস্ক ।। বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮ |
লোহাগাড়ায় পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে চুনতির রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি তল্লাশিকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে— কক্সবাজার সদর এলাকার ছনখোলা পিএমখালী ১নং ওয়ার্ডের আবদু শুক্কুরের ছেলে আবদুল আজিজ (২১) এবং একই জেলার উখিয়ার শীলের ছড়া ৮নং ওয়ার্ডের মৃত মীর মুহাম্মদের ছেলে মো. কামাল (২৮)। বুধবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি তল্লাশি চালায়। এ সময় পৃথক গাড়ি তল্লাশিতে ১০ হাজার ইয়াবাসহ আবদুল আজিজ ও ১০ হাজার ইয়াবাসহ মো. কামালকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ যুগান্তরকে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply