সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে শিক্ষার্থীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কোনো ভুল বা ব্যর্থতা হলে তার দায় তাদের এবং এ জন্য শেখ হাসিনাকে ‘ভুল না বুঝতে’ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে সতর্ক করে ইরাক, সিরিয়া, মিশরের পরিণতির কথাও তুলে ধরেছেন প্রতিমন্ত্রী, বলেছেন, শেখ হাসিনা নিরাপদ না থাকলে বাংলাদেশও অনিরাপদ হয়ে যাবে, বাংলাদেশের অবস্থা এসব দেশের মত হয়ে যাবে।
জাতীয় শোক দিবস স্মরণে গতকাল শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে পলক এসব কথা বলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বিষয়ে ‘কঠোর সিদ্ধান্তের’ বদলে ‘সঠিক সিদ্ধান্ত’ নেওয়ার ওপরও জোর দেন প্রতিমন্ত্রী।
Leave a Reply