শেরপুরের নকলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ বুধবার পুরে পাইসকা বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে অটোরিকশাচালক আলাল উদ্দিন (৪০), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সুলতান মিয়ার মেয়ে মোছা. সুবিনা বেগম (২০)।
আহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬), তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি অটোরিকশার সঙ্গে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অন্যদের উদ্ধার করে প্রথমে নকলা হাসপাতাল এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ সময় আরও দুজন মারা যান।
নকলা থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আশঙ্কাজনকভাবে বেশ কয়েকজন আহত অবস্থায় আছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply