সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কোরিয়ান পপ তারকা ফিলিক্স। গত শনিবার রাতে কার দুর্ঘটনার শিকার হন তিনি, যার ফলে তার একটি হাড় ভেঙে গেছে। ফিলিক্স স্ট্রে কিডস গ্রুপের সদস্য।
কোরিয়া জুংআং ডেইলি’র খবর অনুযায়ী, ফিলিক্স বর্তমানে বিশ্রামে রয়েছেন এবং গান থেকে কিছু সময়ের জন্য বিরতি নিয়েছেন।
স্ট্রে কিডসের এজেন্সি, জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানায়, ফিলিক্স তার ফ্যান মিটিং শেষে ফেরার পথে ইনচনের ইয়াংজং আইল্যান্ডের কাছে একটি শাটল বাসের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে।
এজেন্সি আরও জানায়, দুর্ঘটনাটি গুরুতর না হলেও ফিলিক্সের হাতের হাড় ভেঙে গেছে। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল, এবং চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমানে ফিলিক্স তার বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন এবং সকল কার্যক্রম থেকে বিরত রয়েছেন। এর ফলে স্ট্রে কিডসের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের শেষ দিনে অংশগ্রহণ করতে পারছেন না ফিলিক্স।
Leave a Reply