কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সত্যখবর পত্রিকার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “সত্যখবর” নামক ফেইসবুক আইডি খুলে কে বা কাহারা রাষ্ট্র, সরকার বিরোধীসহ বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে পোষ্ট করছে। যা ইতিমধ্যে “দৈনিক সত্যখবর” কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ‘দৈনিক সত্যখবর’ প্রিন্ট ভার্সন ও ‘সত্যখবর লাইভ ডট কম’ অনলাইন ভার্সন এর শুধুমাত্র “Daily Sattokhobor” নামক ফেসবুক রয়েছে।
এছাড়া কেউ যদি ‘দৈনিক সত্যখবর’ প্রিন্ট ভার্সন ও ‘সত্যখবর লাইভ ডট কম’ অনলাইন ভার্সন এর নাম ব্যবহার করে কোন ফেসবুক আইডি বা পেজ অথবা অন্য কোন এ্যাপস ব্যবহার করে তা ভুয়া ও মিথ্যা। তাই এ ধরনের আইডি বা পেজ অথবা ব্যক্তির থেকে সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান জানাচ্ছি।
বার্তা সম্পাদক
Leave a Reply