ফরিদপুরের সদরপুরে আজ রোববার সকাল ১০টার দিকে পুকুরে এক যুবকের লাশ ভেসে ওঠে। এ নিয়ে হৈচৈ পড়ে যায় ওই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাজার ঠেঙ্গামারি গ্রামের সাবেক মেম্বার সামাদ মোল্যা বাড়ির পাশে একটি পুকুরে যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। ৷ বর্তমানে ওই যুবকের লাশ নিয়ে এলাকায় বিভিন্ন রহস্য বিরাজ করছে।
লাশের খবর সদরপুর থানা পুলিশ পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি এখনো থানা পুলিশ।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তে কাজ চলছে। ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply