সত্যখবর ডেস্ক: বরগুনার আমতলী উপজেলার আমতলী কলাপাড়া সড়কে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে ছেলে আলম হাওলাদারের লাশ নিয়ে কলাপাড়ার ধানখালী গ্রামের বাড়ি ফিরছিলেন মা পুস্প বেগম (৭০)। আমতলীর ডাক্তারবাড়ি বাসস্ট্যান্ডের কাছে অ্যাম্বুলেন্সটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মোটরসাইকেলের সাথে মুখোখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক রুবেল সিকদার (৩৫) এবং অ্যাম্বুলেন্সের সামনে বসে থাকা মা পুস্প বেগম নিহত হয়। পুলিশ অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এই ঘটনায় আহত হয়েছে ৪ জন। আহতদের আমতলী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার এসআই মো. আলাউদ্দিন জানান, লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
Leave a Reply