আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, গত ১৫ বছর ধরে সরকার পতনের কথা বলে বিএনপি নাশকতা করে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে। বিএনপি নেতাদের নির্দেশে এইসব সন্ত্রাসী কর্মকান্ড হয়েছে তাই এর দায়ভার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরই বহন করতে হবে।
দ্রব্যমূল্য নিয়ে হানিফ বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারকে পেচিয়ে কথা বলার অর্থ হচ্ছে অসাধু ব্যবসায়ীদের রক্ষা করা হচ্ছে। আমাদের উচিত হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করা।
রবিবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজে দুই ব্যাপী বই মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মুস্তানজিদ, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী প্রমুখ।
আলোচনা শেষে বই মেলা ঘুরে দেখেন অতিথিরা। এসময় বই মেলার স্টলে শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। বই মেলায় মোট ২৮টি স্টলে বিভিন্ন বই স্থান পেয়েছে।
Leave a Reply