সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুদধবার ৭ দিনের মতো তারা বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছেন।
আন্দোলনে অংশ নিতে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে সমবেত হয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুর“ হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভশুর“ করেন তারা। সেখানে অবস্থানরত অবস্থায় মহাসড়কেই ফুটবল খেলতে দেখা যায় আন্দোলনরত শিক্ষাথীদের। এদিকে মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর দেড়টা পযন্ত হাসড়ক অবরোধ করে রাখেন তারা।
বিক্ষোভ মিছিলে ‘বাংলার বুকে, আবারও ১৮আসুক নেমে’, স্বাধীন এই বাংলায়, বৈষম্যের ঠাইঁ নাই’, ‘১৮ সালের পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
Leave a Reply