কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সাবেক যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান রিজুর উপর সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবীতে আজ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র নির্বাহী কমিটির জরুরী সভায় কর্মসূচি ঘোষণা করা হয়। রবিবার গণসংযোগ, সোমবার বেলা ১১ টায় মজমপুর গেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাব ( কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সহ সভাপতি শেখ হাসান বেলাল, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকতার উন নবী মনা, নির্বাহী সদস্য জাহিদুজ্জামান, মিলন খন্দকার, কে এম শাহীন রেজা, ফয়সাল চৌধুরী প্রমুখ।
Leave a Reply