উইমেন ডেস্ক: শনিবার, ০২ অক্টোবর ২০২১, ১৮ আশ্বিন ১৪২৮ |
বগুড়ার সান্তাহারে গাঁজাসহ যুবক আশিক রেজা (২৫) ও ফেনসিডিলসহ রাশেদা বেগম (৫০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আশিক রেজা সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর মৃত সেকেন্দার আলীর ছেলে ও রাশেদা সান্তাহার তিয়রপাড়ার মৃত আয়নাল হক মন্টুর স্ত্রী। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সান্তাহার পৌর শহরের কেডিসি সার গোডাউনের গেটের সামনে পাঁকা রাস্তার উপর ৫০০ গ্রাম গাঁজাসহ আশিক রেজাকে গ্রেফতার করে ফাঁড়ি পুলিশ।
শনিবার সকাল ৮টায় থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ইন্দইল ব্রিজে একটি অটোরিকশা তল্লাশীকালে নারী যাত্রী রাশেদা বেগমের প্লাষ্টিকের ব্যাগে রাখা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, পৃথক স্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply