আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তোশাখানা মামলায় ১৪ বছরের সাজা ভোগ করার জন্য বানিগালার বাসভবনে (সাব-জেল) থাকতে চান না। তিনি আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান।
এজন্য মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছেন বুশরা বিবি। এ ছাড়া সাজাভোগের জন্য তার বানিগালা বাসভবনকে সাব-জেল ঘোষণা করার যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে, তাও চ্যালেঞ্জ করেছেন তিনি।
তোশাখানা মামলায় কারাদণ্ড দেওয়ার পর গত মাস থেকে বুশরা বিবিকে তার ইসলামাবাদের বাসভবনে বন্দি করে রাখা হয়। এজন্য বানিগালার বাসভবনকে সাব-জেল ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
আবেদনে বুশরা বিবি বলেছেন, পিটিআইয়ের অন্য কর্মীদের মতো তিনিও বাসভবনের পরিবর্তে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান। একইসঙ্গে নিরাপত্তাজনিত আশঙ্কায় সাব-জেলে থাকাও নিরাপদ মনে করছেন না তিনি।
Leave a Reply