সত্যখবর ডেস্ক: নাটোরের সিংড়া থানার রাণীনগর গ্রামস্থ শেরকোল শাহীবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ২২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।তাদের কাছ থেকে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আটকরা হলেন- নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামের মিন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা আশিক (২৪), মদনহাট গ্রামের ফজলুর রহমানের ছেলে ফেরদৌস আহম্মেহ ফারদিন (২০) এবং শহরের বড়গাছা মহল্লার বেলাল হোসেনের ছেলে আকাশ হোসেন (২৩)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিংড়ার রানীনগর গ্রামের শেরকোল শাহীবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে আনুমানিক ১১ লাখ টাকা মূল্যের ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পেশাদার মাদক কারবারী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply