সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালিত কালিয়া হরিপুর ডিজিটাল পোস্ট-ই সেন্টারের আয়োজনে ৬মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষানার্থীদের মাঝে সরকারি সনদপত্র বিতরণ করা হযেছে।
বুধবার ( ২০ মার্চ) বিকালে শহরের মুক্তারপাড়া এলাকায় কালিয়া হরিপুর ডিজিটাল পোস্ট-ই সেন্টারের উদ্যোগে ৭০জন প্রশিক্ষানার্থীদের মাঝে এ সরকারি সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের কালিয়া হরিপুর ডিজিটাল পোস্ট-ই সেন্টারে উদ্যোক্তা রুবেল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সরকারি সনদপত্র বিতরণ করেন সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মো. আল আমিন।
তিনি তার বক্তব্য বলেন, দেশের যুব সমাজকে বোঝা মনে না করে জনসম্পদে পরিণত করতে হবে। যুব সমাজকে শুধু চাকুরির পেছনে না ঘুরে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনসম্পদে পরিণত ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। এছাড়া মাদকের করাল গ্রাস হতে যুব সমাজকে মুক্ত রাখতে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত থাকার কথা বলেন। পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ডিজিটাল ই পোস্ট সেন্টারের উদ্যোক্তাগন ছাত্রছাত্রী ও বেকার যুব সমাজকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একটি দক্ষ জনবল গড়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে কালিয়া হরিপুর ডিজিটাল পোস্ট-ই সেন্টারে উদ্যোক্তা রুবেল সরকার বলেন, প্রতিষ্ঠানটি গড়ে তুলতে শুরুর দিকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ডাক বিভাগের সিরাজগঞ্জ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতা করে আসছে। ২০২৩ সালের (জুলাই-ডিসেম্বর) সেশনে ৭৮জন প্রশিক্ষনার্থীদের মধ্যে ৭০জন পরীক্ষায় অংশগ্রহন করে যা কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জন করে। তাদের কর্মময় ভবিষ্যত জীবনে এই প্রশিক্ষণ ও সরকারি সনদ আরো সফলতা বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।
এ সময় কম্পিউটার প্রশিক্ষণ নেয়া বেশ কয়েকজন প্রশিক্ষনার্থীগণ বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে কম্পিউটার শেখানো হয়। এখান থেকে কম্পিউটার শিখে অনেকে অনলাইন ব্যবসা শুরু করছে এবং কেউ সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীও পেয়েছে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের ডেপুটি পোস্ট মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ, সদর বাজার পোস্ট অফিসের আইপিও সিদ্দিকুল ইসলাম, এপিএম মো. কামরুজ্জামান, মো.আশরাফুল ইসলাম সোহেল, আইপিও সিদ্দিকুল ইসলাম, আইপিও গোলবার হোসেন অনন্ত, সিরাজগঞ্জ উদ্যোক্তা ফোরামের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, শিমুল ডিজিটাল পোস্ট-ই সেন্টারের উদ্যোক্তা ইস্কান্দার জুলকারনাইন, কম্পিউটার প্রশিক্ষণের চলমান ছাত্রছাত্রী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনার বাংলা কিন্ডার গার্ডেন স্কুলের ইংরেজি সহকারী শিক্ষক মোহাম্মদ আলী।
উল্লেখ্য: সনদপত্র বিতরণ শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply