উইমেন ডেস্ক: সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বিমানবাহিনীর সদস্যও রয়েছে বলে জানা গেছে।শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের ১নং খলিফাপট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে ও বিমান বাহিনীর সদস্য সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুলের ছেলে হাসান (২৪)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেলযোগে সাব্বির ও হাসান দুই বন্ধু বগুড়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলেন। তারা ছোনগাছা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। ট্রাকটি চিহ্নিত করে চালককে আটক করার চেষ্টা চলছে।
Leave a Reply