সত্যখবর ডেস্ক: বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদককারবারি আটক করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন দিনাজপুর জেলার বৈইকন্ঠপুর গ্রামের মৃত দইয়ারের ছেলে শফিকুল ইসলাম, কুমিল্লা জেলার লক্ষণপুর গ্রামের আ. রহিমের ছেলে নাইম হোসেন ও ফরিদপুর জেলার চরদোয়াইল গ্রামের মৃত মুসলিম মোল্লার ছেলে স্বপন মোল্লা।
র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপের ভিতরে চাউলের বস্তার নিচ থেকে দু’টি কার্টুনে থাকা ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি জানান, আসামিরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় মাদক বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply