সিলেটে গত কয়েকদিন ধরে টানা খরতাপে মানুষের জীবন ওষ্ঠাগত। এরকম পরিস্থিতি শনিবার দুপুরে নামে প্রশান্তির বৃষ্টি। কিন্তু বৃষ্টির সময়ে সিলেটের তিন উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। জেলার জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় এসব ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলের নাহিদ আহমদ (১৩), একই উপজেলার ভিত্রিখেল বরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আবদুল মন্নান মনই (৪৫), কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওরের কালা মিয়া (২৮), কানাইঘাট পৌর এলাকার দলইমাটি এলাকার নুর উদ্দিন (৬০), গোয়াইনঘাটের ভিত্তিখেল হাওর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭) ও কোম্পানীগঞ্জ উপজেলায় নিজামুল হক (২১)।
কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এর আগে বেলা সোয়া একটার দিকে গোয়াইনঘাট উপজেলার ভিত্তিখেল হাওরে বজ্রপাতে রুকসানা বেগম নামে এক নারী নিহত হন। তিনি নিজ বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। এর আগে বেলা একটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা (পশ্চিম পাড়া) গ্রামে বজ্রপাতে নিহত হন নিজামুল হক। নিজামুল বাড়ির পাশের হালছাবড়া হাওর থেকে হাঁস তাড়িয়ে বাড়িতে নিয়ে আসছিলেন। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামদান।
Leave a Reply