নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমিতে সেচযন্ত্র মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, উপজেলার শুনুই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রফিক ফকির (৫০)। একই গ্রামের ফজু মিয়ার ছেলে লোকমান মিয়া (২৪)। একই গ্রামের আব্দুল খালেকের ছেলে জাহিদুল ইসলাম (২৩) গুরুতর আহত হন।
কলমাকান্দা থানার ওসি মুহম্মদ ফিরোজ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রফিক ফকির মঙ্গলবার সকাল ৯টায় লোকমান ও জাহিদকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে থাকা সেচযন্ত্রে বিদ্যুতের কাজ করতে যান। এ সময় বিদ্যুৎস্পর্শে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে দুজন মারা যান। একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কলমাকান্দা থানার ওসি মুহম্মদ ফিরোজ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এটি একটি মর্মান্তিক ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ সংযোগে কোনো ত্রুটি থাকলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply