কবিতা-আমি শ্রমিক
লেখক- সোমনাথ সান্যাল
আমি খেটে খাওয়া মানুষ দাদা
খেতেই শুধু চাই
বৃথা এই বিলাসিতা
স্পর্শে নাহা পাই
আমি খেটে খাওয়া মানুষ দাদা।
দু মুঠো অন্নের খোঁজে
বাড়ি থেকে দূরে যাই
ঘাম ঝরিয়ে লহু মিশিয়ে
সে টুকুই শুধু পাই
আমি খেটে খাওয়া মানুষ দাদা।
ছবি তোলার বড় শখ
টাকা পয়সা নাই
এক প্যাকেট খাওয়ার হাতে সেই সুযোগ পাই
আমি খেটে খাওয়া মানুষ দাদা।
বাড়ি ফেরার টানে আমি পথ খুঁজে না পাই
পথ পেলে হাঁটতে থাকি আবার পথেই মারা যাই।
দু ফোঁটা অশ্রু শুধু, বিচার যে নাই
আমি খেটে খাওয়া মানুষ দাদা।
আবার যদি জন্ম হয়
রাজা হতে চাই
রাজপাট কি বুঝিয়ে দেবো সুযোগ যদি পাই।
লেখক
সোমনাথ সান্যাল
সভাপতি
ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কলকাতা মহানগর শাখা।
Leave a Reply