উইমেন ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলায় আট বছরের এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নাঈম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গত মঙ্গলবার রাতে উপজেলার উত্তর চর চান্দিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত রোববার দুপুরে উপজেলার উত্তর চর চান্দিয়া এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে নাঈমকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই উত্তর চর চান্দিয়া এলাকা থেকে অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ, শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ওই শিশু বলাৎকারের শিকার হলেও পরিবারের সদস্যরা বিষয়টি জানেন রাতে। ওই দিন দুপুরে শিশুটি বাড়ির পাশের সড়কে একটি চাকা দিয়ে খেলা করছিল।এ সময় নাঈম তাকে ডেকে নিয়ে পাশের জমিতে ধান দেখতে যেতে বলেন।
শিশুটি যেতে না চাওয়ায় বখাটে নাঈম মুখ চেপে ধরে জোর করে পাশের খালপাড়ের ঝোপে নিয়ে শিশুটিকে বলাৎকার করেন। ঘটনাটি কাউকে না বলতে তাকে হুমকি দেন নাঈম।ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি দেখে রাতে বাজারে শিশুর বাবাকে জানান।
বাড়িতে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়ে পরদিন শিশুর মা-বাবা স্থানীয় ইউপি সদস্য ও সমাজপতিদের বিষয়টি জানান। তারা শিশুর পরিবারকে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। শিশুর বাবা গ্রেফতার বখাটে নাঈমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পৌরসভার স্থানীয় কাউন্সিলর জানান, তিনি ঘটনা শিশু ও তার মা-বাবার কাছ থেকে শুনে থানায় গিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নাঈম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply