স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবীবা) অষ্টম দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ‘REBEL FOR CAMPUS’ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এ সংবাদ লেখা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রেখেছে তারা। তাদের এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরাও যোগ দিয়েছে।
রবীবা’র সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন বলেন, ৮ বছর ধরে ক্যাম্পাস নির্মাণের নামে কালক্ষেপণ করা হয়েছে। ক্যাম্পাস না থাকায় অনেক কষ্টে শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। আমাদের ন্যায্য দাবির সঙ্গে সকল শ্রেণিপেশার মানুষ একাত্মতা ঘোষণা করেছে। শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরাও আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। ৮ দিন ধরে আন্দোলন করছি। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে মহাসড়ক অবরোধ করে রাখায় সকাল সাড়ে ১১টা থেকেই পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুরসহ উত্তর-পূর্বাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, ছাত্রদের আন্দোলনের কারণে শাহজাদপুর থেকে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিসিক বাসস্ট্যান্ডের দুইপাশে যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার বলেন, আমরা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আমাদের ৯ হাজার ২০০ কোটি টাকার প্রজেক্ট ছিল সেটা কমিয়ে ৬০০ কোটি টাকায় নামিয়ে এনেছি। আমি ইউজিসিকে বলেছি, হয় টাকা দেন নইলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। আমরা প্রকল্প তৈরি করে পাঠিয়েছি। এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে যাবে প্ল্যানিং কমিশনে, সেখান থেকে একনেকে পাস হবে এরপর অর্থ মন্ত্রণালয়ে।
Leave a Reply