কুষ্টিয়া প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী সংগঠন পথে প্রান্তে মানবতার উদ্যোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগষ্ট ) কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন পথে প্রান্তে মানবতার আহবায়ক শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে দিনব্যাপী বানভাসি মানুষদের হাতে শুকনো খাবার ও ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদ হাসান বাপ্পি, পথে প্রান্তে মানবতার সদস্য ইমরান হোসেন,নারায়ণ চন্দ্র ঘোষ,রাসেল আহমেদ,ঝন্টু,নিশান,তাপস,সাচ্চু,নবু,রানা প্রমুখ।
ত্রাণ বিতরণ প্রসঙ্গে শরিফুল ইসলাম শরিফ বলেন, “আমাদের সংগঠন সবসময় অসহায় মানুষের পাশে আছে, তাদের নিয়ে কাজ করছে। যেকোন দুর্যোগ মুহুর্ত আমরা সবসময় মানুষের পাশে আছি। আমরা আজও বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে এসেছি। একজন বানভাসি মানুষ জানে তার কষ্ট কতটা। সেই মুহূর্তে পাশে দাঁড়াতে পারাই আমাদের আনন্দ। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, চলতি আগস্টের শুরু থেকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তত ৩৫ গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। প্লাবিত হয় সহস্রাধিক হেক্টর জমির ধান, পাট ও বিভিন্ন সবজি ক্ষেত। পানি কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি দুর্গতদের।
Leave a Reply