সত্যখবর ডেস্ক ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে হাটশ হরিপুর ইউনিয়নের দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ৫নং ওয়ার্ড চিরকুমার মোড়ের মুখোমুখি হয় ৬নং ওয়ার্ড মায়াতলী আব্বাসপাড়া। উক্ত ফাইনালের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজু। দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটশ হরিপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান রাজু আহমেদ, ১নং ওয়ার্ডের মেম্বার ও সাবেক ছাত্রদল সভাপতি মোমিনুর রহমান মমিন, কুষ্টিয়া টিটিসি’র অটোমোটিভ সিনিয়র ইন্সট্রাক্টর সোহেল রানা, বিশিষ্ঠ ব্যবসায়ী রেজাউল করিম রেজা, বিশিষ্ঠ সমাজসেবক সাইফুর রহমান সায়েম, ক্রীড়া অনুরাগী হাফিজুর রহমান হাবু, সমাজসেবক মাসুদ রানা, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মৃদল, জামিরুল ইসলাম। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া অনুরাগী লিখন আহমেদ। উক্ত ফাইনালে ৫নং ওয়ার্ডকে পরাজিত করে ৬নং ওয়ার্ড বিজয়ী হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাটশ হরিপুরের উদীয়মান ক্রীড়াবিদ জয় মাহমুদ, সম্রাট হোসেন, বিদ্যুৎ ও ইমন।
Leave a Reply