সত্যখবর ডেস্ক ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে ভোরের পাখি ক্রীড়া সংগঠন আয়োজিত আন্তঃজেলা চায়নাবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে হাটশ হরিপুরের দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সত্যখবর মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান, এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজু। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ মোমিন, ৩নং ওয়ার্ডের সদস্য সেলিম বিশ্বাস, ডাচ বাংলা এজেন্ট এজেন্ট ব্যাংকিং হরিপুর শাখার সিও কবির আহমেদ সুরুজ। সভাপতিত্ব করেন ভোরের পাখি ক্রীড়া সংগঠনের উপদেষ্টা শাহিনুর রহমান শাহিন। সার্বিক তত্ত্বাবধয়ানে ছিলেন শাখাওয়াত হোসেন লিপু। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন জারিন এগ্রো ও নদীরকুল জুনিয়র একাদশ। জারিন এগ্রো ৫-০ গোলে নদীরকুল জুনিয়র একাদশকে পরাজিত করেন।
Leave a Reply