চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে কামরুল ইবনে হাসান (৩৯), মো. ভুট্টু (৪০) ও বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মোরশেদুল আলম (২৫) নামে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত কামরুল ইবনে হাসান ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডা দরবার শরীফ এলাকার বড় বাড়ীর মোহাম্মদ হাসানের পুত্র ও ভুট্টু একই উপজেলার। অপরদিকে নিহত মোরশেদ হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট ঘাটকুল এলাকার নুর মিস্ত্রির বাড়ির মৃত মাহাবুল আলমের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারী মেডিকেল গেইটস্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ফটিকছড়িমুখী একটি (অজ্ঞাত) বাসের সাথে চট্টগ্রামমূখী একটি সিএনজি চালিত অটোরিকশা যার নং- (চট্টগ্রাম-থ ১৪-২৭৮৬) মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজি যাত্রী কামরুল ইবনে হাসান ঘটনাস্থলে নিহত হন এবং সিএনজি চালকসহ অন্য যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইবনে হাসানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহতদের চমেক রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত ভুট্টু মারা যান।
এদিকে হাটহাজারী পৌর এলাকা মিরেরহাট ওয়েডিং পার্ক নামে একটি কমিউনিটি সেন্টারে সকাল সোয়া এগারটার দিকে পাইপ ফিটার (মেরামত) এর কাজ করতে গিয়ে ভবন ঘেঁষা বৈদ্যুতিক তারের সাথে লেগে মিস্ত্রি মারা যান।
রাউজান গহিরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। অপরদিকে নিউজটি করা অব্দি বিদ্যুৎপৃষ্টে নিহতের লাশের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যস্ত দেখা গেছে পুলিশকে।
Leave a Reply