কুষ্টিয়া টেলিভিশন জার্ণালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুকে হত্যা চেষ্টা মামলা রাজনৈতিক মামলায় তালিকাভুক্ত করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে কুষ্টিয়া টেলিভিশন জার্ণালিস্ট অ্যাসোসিয়েশন। রাজনৈতিক হয়রানি মূলক মামলায় কুষ্টিয়া সদর জি,আর ২৪৩/২৪ নং মামলাটি অন্তর্ভুক্ত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু। প্রকাশ থাকে যে দৈনিক সত্য খবর পত্রিকার প্রকাশক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রিজুকে গত ১৯/০৬/২৪ তারিখে হত্যা করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্মমভাবে আক্রমণ করে আঘাত করার ফলে গুরুতর যখন প্রাপ্ত হয় এবং কুষ্টিয়া ও ঢাকা এবং ভারতের চিকিৎসা গ্রহণ করে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া সদর থানায় এই মামলাটির রুজু হয় এবং কুষ্টিয়া আদালতে বিচারাধীন আছে। এই মামলাটি কোন প্রকার রাজনৈতিক হয়রানি মূলক মামলা নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যবশত এই মামলাটিকে রাজনৈতিক হয়রানি মূলক মামলা হিসাবে গণ্য করে তালিকাভুক্ত করতঃ আইন মন্ত্রণালয়ের সলিসিটরে প্রত্যাহারের জন্য প্রেরণ করা হয়েছে। হত্যা চেষ্টা মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনায় নেয়ায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
Leave a Reply