সত্যখবর ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রউফ মুঠোফোনে জানান, গত ১২ মে দর্শনা স্থলবন্দর দিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। ১৪ মে পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। এরপর ১৬ মে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটা মিস কল আসে। তারপর গত পাঁচ দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না।
এমপির পিএস আরো জানান, তার ভাতিজা মেহনাজ হোসেন সাইমন বিষয়টি জানার পর গত শনিবার সকালে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের বড়ানগর থানায় একটি মিসিং ডায়েরিও করেছেন এবং আমিসহ তার স্ত্রী ফেরদৌস ইয়াসিন শেফালী বেগম ও মেয়ে মোনতারিন ফেরদৌস ডরিন ঢাকাতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি। সেইসঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু বলেন, এ বিষয়ে কিছুই শুনিনি। তবে যদি ঘটনা সত্য হয়, তা খুবই উদ্বেগ ও দুঃখজনক ব্যাপার। আমি দল ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাব।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজীফ বলেন, স্থানীয় এমপি মহোদয় নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
Leave a Reply