মোঃ ইয়ামিন হাসান শুভ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে ৬৫০ গ্রাম গাঁজাসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। এরা হল- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোরক্ষনাথপুর গ্রামের আনারুল ইসলাম টুকুর ছেলে মো.সোলাইমান(২০) ও একই গ্রামের মৃত জহোক মন্ডলের ছেলে আজিজুল ইসলাম ধলু(৪৫)।
বুধবার(২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়ন,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। র্যাব জানায়, বুধবার দুপুর ১২টার দিকে বালিয়াডাঙ্গা ইউপির সোনাপুর গ্রামের একটি আমবাগানের ভেতরে অভিযান চালায় র্যাব। এসময় সাড়ে ৬শ’ গ্রাম গাঁজাসহ ওই দু’জন গ্রেপ্তার হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। মাদক ক্রয়-বিক্রয়ের গোয়েন্দা তথ্যে পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
Leave a Reply