1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

শোকের নগরী ইরানের তাবরিজ, শ্রদ্ধায় রাইসিকে স্মরণ করল লাখ লাখ মানুষ

  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৯ মোট ভিউ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ বারের মতো বিদায় নিতে রাস্তায় নেমে এসেছেন লাখ লাখ মানুষ। পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে শুরু হয়েছে তাকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান।

রাইসির মরদেহবাহী কফিনের সাথে পদযাত্রা করছেন ইরানের বাসিন্দারা।

তাবরিজের ইমাম খোমেনি মোসাল্লায় জড়ো হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আশা শোকার্ত ইরানিরা। তাবরিজের অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহদিদি বলেছেন, ইরান তার জননন্দিত ও ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে।

আজ মঙ্গলবার পূর্ব আজারবাইজানের কওমের পর তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাইসিকে শেষ বিদায় জানাবে সাধারণ মানুষ। এরপর বুধবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে হবে রাইসির আরেক বিদায় অনুষ্ঠান।

বুধবার বিকালে রাইসিকে শ্রদ্ধা জানাবেন ইরানের রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার দক্ষিণ খোরাসান প্রদেশে যাবে রাইসির মরদেহ। সেখানকার মাশহাদ শহরে চির নিদ্রায় শায়িত হবেন রাইসি।

রবিবার পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com