সত্যখবর ডেস্ক: গোপালগঞ্জে সোহেল মোল্লা (৪০) নামের এক রিকশাচালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সদর উপজেলার মানিকদাহে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সোহেল নড়াইল জেলার নড়াগাতি থানার চরমধুপুর গ্রামের ময়ন উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ভাড়া থাকতেন। তিনি দিনের বেলায় রিকশা চালাতেন না। রাতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অন্যান্য দিনের মতো শনিবার সারারাত রিকশা চালিয়ে রোববার ভোরে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি।
এ সময় সোহেল মানিকদাহ পৌঁছালে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ইট দিয়ে মাথা থেঁতলে তাকে হত্যা করে। পরে তারা সোহেলের অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, রিকশাচালকের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply