সত্যখবর ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খুলনা রূপসা-বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় সকাল ৮ টা থেকে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে । এই ৩ টি উপজেলায় ৪ লাখ ৫১ হাজার ৯৮৭ জন ভোটারের জন্য ১৮৪টি কেন্দ্রে ১২৩০ টি ভোট কক্ষ আছে। ভোট গ্রহনের জন্য ১৮৪ জন প্রিজাইডিং অফিসার,১২৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৪৬০ জন পোলিং অফিসার ভোটগ্রহন কাজে নিয়োজিত রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষায়,অপর্যাপ্ত পুলিশ আনসার কেন্দ্রে রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে ২৯জন নির্বাহী মেজিস্ট্রেট ও ৩জন জুডিশিয়াল মেজিস্ট্রিট থাকছেন। এছাড়া ৩ প্লাটুন বিজিবি ও দাকেপে কোস্টগার্ডের ১০টি টিম সার্বক্ষনিক মাঠে রয়েছে।
রূপসায় ৬, দাকোপে ৪ ও বটিয়াঘাটায় ৬জন চেয়ারম্যান প্রাথী হিসেবে লড়ছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা ১৫ এবং১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply