সত্যখবর ডেস্ক : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি মিনি তেল পাম্পকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের বরিয়া মেসার্স মিথুন ষ্টোর নামে ওই মিনি তেল পাম্পকে পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
এছাড়াও শুক্রবার (৩১মে) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪টি মিনি তেল পাম্পে অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ওবায়দুল্লাহ। এসময় তিনি চারটি প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রির দায়ে মেসার্স মিথুন ষ্টোর মিনি তেল পাম্প মালিককে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জেলার দৌলতপুর উপজেলার ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১হাজার টাকা পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।
এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা বলেন, অবৈধভাবে দীর্ঘদিন যাবত ডিজেল, পেট্রোল ও অকটেন সহ যত্রতত্র জ্বালানি তেল অবৈধভাবে মিনি তেল পাম্প পরিচালিত করে বিক্রি করা হচ্ছিল। এই নিয়ে দৈনিক সত্যখবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাম্পকে জরিমানা করা হয়।
Leave a Reply