সত্যখবর ডেস্ক: শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩ নেতাকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ।
আজ বুধবার (১২জুন) এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তাদের বহিস্কার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ- সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন মোকা এবং কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি বাবলা আমিন-কে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। আজ ১২ জুন ২০২৪ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
Leave a Reply