চলমান কোটা সংস্কারকে কেন্দ্র করে গতকাল সারাদেশে আন্দোলনকারী পুলিশ ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সৃষ্টি হয় উদ্ভূত পরিস্থিতি। এ কারণে সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তার কথা চিন্তা করে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত দেয় মঞ্জুরি কমিশন। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকাল সাড়ে দশটায় জরুরী সিন্ডিকেট সভাই বসে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক ঘন্টা বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ সহ দুপুর একটার মধ্যে ছাত্র ও আগামীকাল সকাল দশটার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। এর পর থেকেই হল ছাড়তে শুরু করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এখনও কিছু শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা হলে অবস্থান করছেন। পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথনে অবস্থা।
Leave a Reply