ঢাকায় শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের বুধবার সকালে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে নিউমার্কেট থানার মামলায় তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এই দুই নেতা পালানোর চেষ্টা করছেন। তারা নৌপথে পালানোর পরিকল্পনা করছিলেন, তবে নিরাপত্তা বাহিনী তা ভেস্তে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply