বগুড়ার গাবতলীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে মোবাশ্বির হোসেন নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে বড় ভাই। স্থানীয়রা হত্যাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়ামালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোবাশ্বির হোসেন (১২) নারুয়ামালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। হত্যাকারী নাবিল হোসেন (১৮) একই গ্রামের সেলিম হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, মোবাশ্বির তার চাচাতো ভাই নাবিলের মোবাইল ফোন নিয়ে খেলা করছিল। না বলে মোবাইল ধরায় ক্ষিপ্ত হয়ে নাবিল ধারালো চাকু দিয়ে মোবাশ্বিরকে গলা কেটে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন হত্যাকারী নাবিলকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নাবিল তার চাচাতো ভাই শিশু মোবাশ্বিরকে গলা কেটে হত্যা করেছে। হত্যাকারীকে আটক করে থানায় আনা হয়েছে।
তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটন করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।
Leave a Reply