1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখা সেই সাদ রিমান্ডে

  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯ মোট ভিউ
মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখা সেই সাদ রিমান্ডে
মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখা সেই সাদ রিমান্ডে

বগুড়ার দুপচাঁচিয়ায় হাত খরচের টাকার জন্য মাকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রাখা মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সন্ধ্যায় বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টার মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার পুরে জেলার দুপচাঁচিয়ায় উপজেলার আজিজিয়া মঞ্জিলে উম্মে সালমা খাতুনকে (৫০) শ্বাসরোধে করে হত্যা করা হয়। পরে সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার পাঁচপীর অড়োবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাদ বিন আজিজুর রহমান দুপচাঁচিয়া ডিএস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এসএম আজিজুর রহমানের ছেলে।
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হাত খরচের টাকা নিয়ে সাদের সঙ্গে উম্মে সালমার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বাড়ি থেকে সাদ প্রতিদিন ৫০০-১০০০ টাকা হাত খরচ নিতেন। ঘটনার দিনও বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এতে রাগ করে না খেয়ে মাদ্রাসায় চলে যান সাদ। বেলা ১১টার দিকে বাড়িতে এসে মাকে রান্নাঘরের পেছনে নাক-মুখ চেঁপে মৃত্যু নিশ্চিত করে। পরে তার দুই হাত ওড়না দিয়ে বেঁধে ডিপ ফ্রিজে মরদেহ রেখে দেয়। পরে কুড়াল দিয়ে বাড়ির আলমারি এবং অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ডাকাতির নাটক সাজিয়ে প্রচার করে। এক পর্যায়ে মেইন গেটে তালা দিয়ে বের হয়ে যায় এবং বাড়িতে এসে মাকে পাওয়া যাচ্ছে না বলে বাবাসহ অন্যদের ফোন দেয়।

আজিজুর রহমান বাড়িতে এসে ডিপ ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com