ঢাকা অফিস : সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মা-মেয়েসহ সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার (৩১ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় আধঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন- বিশ্বনাথ উপজেলার চাঁনশীকাপন গ্রামের ডা. চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৫০), তার মেয়ে কামরুন নাহার শিপা (২২) ও ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া গ্রামের বাসিন্দা সিএনজিচালক শামীম মিয়া (৩৫)। সিলেট দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘বিকেল পৌনে ৫টার দিকে লালাবাজারে হবিগঞ্জ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লেগে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যান। সিএনজিচালক শামীম মিয়াকে আহতাবস্থায় উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ দুর্ঘটনায় অন্তত আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply