নদীতে কাঁকড়া ধরতে গিয়ে পায়ে ঠেকে শক্ত একটি বস্তু। কৌতূহলবশত চার শিশু বস্তুটি উপরে তুলে দেখে পিস্তল। সঙ্গে সঙ্গে তা একটি পলিথিনে মুড়িয়ে পুলিশের কাছে নিয়ে আসে। পুলিশ আগ্নেয়াস্ত্রটি হেফাজতে নেয়। আর এই কাজটি সম্ভব হয়েছে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোটিভেশনে।
রোববার দুপুরে দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্রটি উদ্ধার হয়েছে। পূর্ব থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এলাকার বিভিন্নস্থানে এন্টি ক্রাইম সভা করেছি, যা দেখে উজ্জীবিত হয়েছে শিশু ও তরুণরাও। এরই ধারাবাহিকতায় ৮ থেকে ১০ বছর বয়সী চার শিশু উত্তরা পূর্ব থানার আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উত্তর-পূর্ব পাশে তুরাগ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে অস্ত্রটি পায়। এরপর বিচক্ষণতার সঙ্গে অন্য কারও কাছে না গিয়ে পুলিশের কাছে নিয়ে আসে।
শিশুরা জানিয়েছে, আমার বক্তব্য শুনে তারা অন্য কারও হাতে না দিয়ে পুলিশের কাছে নিয়ে এসেছে। চমৎকারভাবে কাজটি তারা করেছে। অন্য কারও হাতে পিস্তলটি চলে গেলে বিপদও হতে পারত। কারণ তা সম্পূর্ণ সচল একটি পিস্তল। থানা সূত্রে জানা গেছে, উদ্ধার পিস্তলটি জাপানের তৈরি। পিস্তলের গায়ে ইংরেজিতে মেইড ইন জাপান লেখা রয়েছে। কারা কী উদ্দেশ্যে অস্ত্রটি রেখেছিল তা তদন্ত করা হচ্ছে।
পিস্তলটি পেয়ে পুলিশের কাছে নিয়ে আসা চার শিশুকে সাধুবাদ জানিয়েছেন ওসিসহ থানা পুলিশের অন্য সদস্যরা। ওসির পক্ষ থেকে তাদের খাবারও কিনে দেওয়া হয়।
Leave a Reply