কুষ্টিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় থানাপাড়ায় জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কেটে ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মহান মুক্তিযুদ্ধের ঘোষক ও জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন মোল্লা।
বক্তারা এসময় বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১১ সেক্টরের কমান্ড ছিলেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা করেন। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেন এবং নেতৃত্ব দেন। এদেশ সকল ধর্মের মানুষের। তাই সবার ঐক্যবদ্ধ চেষ্টায় দেশ রক্ষা করতে হবে। বাংলাদেশ গঠনে মহান মুক্তিযোদ্ধাদের ভূমিকা অপরিসীম একথা ভুলে গেলে চলবে না। সভা পরিচালনা করেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা শাখার সদস্য ইমরান আহমেদ সজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনার রশিদ মুন্না, শহর শাখার সাধারণ সম্পাদক কামরান জামান কামু, জিয়া মোল্লা, তুহিন ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, আয়ুব আলী প্রমুখ।
Leave a Reply