সাড়ে ৭ ঘণ্টা পরে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ম্যানেজার আবু-আব্দুলা।
তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়া দুর্ঘটনা এড়াতে বুধবার (১০ ডিসেম্বর) রাত ৩টা দিকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়া বেলা সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
আবু-আব্দুলা আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৫টি ফেরি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৬টি ছোট বড় ফেরি চলাচল করছে। আশা করছি, ৩ থেকে ৪ ঘণ্টার পারাপার করলে ঘাট এলাকা ফাঁকা হয়ে যাবে। তখন ঘাটে যানবাহনের অপেক্ষা করতে হবে না।
Leave a Reply