‘র্যাগিংয়ের অভিযোগে’ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির’ ২৭৮তম সভায় বুধবার অভিযোগের প্রমাণ মেলায় শিক্ষার্থীদের প্রত্যেককে বহিস্কারাদেশ দেওয়া হয়েছে।
চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. মাহবুবুল আলম বলেন, “বহিস্কৃতদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ আনা হয়েছিল। স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তে তাদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।“
র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত সবাই পুরাকৌশল বিভাগের শিক্ষার্থী।
তার হলেন- ইফতেখার আহমেদ সিয়াম, ফয়সাল আহমেদ ভূঁইয়া, দীপায়ন মজুমদার সুজন, মোহাম্মদ তাহসিন উদ্দিন সামীন, মুমিনুর রহমান শ্রেষ্ঠ , বাহাউদ্দিন যাকাবিয়া, অভীক পাল, স্বরূপ চন্দ্র মোদক, দিবাকর চন্দ্র সিংহ কাব্য, মো. সোহানুর রহমান সোহন, ফারহান হক।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, “অভিযুক্ত ১১ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে নিয়ে রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হেনস্থা করেছে।“
অভিযোগ ওঠার পর তাদের কারণ দর্শানের নোটিশ দেওয়া হয় এবং ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়।
আদেশে বলা হয়, “কারণ দর্শানোর বিপরীতে সন্তোষজনক জবাব না পাওয়ায় এবং তদন্ত কমিটির প্রতিবেদন, ব্যক্তিগত শুনানি শেষে প্রত্যেককে আগামী ছয় মাসের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।
তবে বহিষ্কৃতরা এই আদেশের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে আপিল করতে পারবেন বলেও অফিস আদেশে জানানো হয়েছে।
Leave a Reply