কুষ্টিয়ায় ট্রাক ও নছিমনের সংঘর্ষে মনিরুল ইসলাম (৬০) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ ২১ ডিসেম্বর, শনিবার ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানাধীন এগারোমাইল ঈদগাহ নামক স্থানের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম ঝিনাইদাহ জেলার শৈলকূপা থানার বৃত্তিপাড়া গ্রামের মৃত কাউছার আলীর ছেলে পেশায় একজন গরু ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানাযায়, আজ সকালের দিকে স্যালো ইঞ্জিনচালিত নছিমনে গরু নিয়ে আলামপুর পশুহাটে আসছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানার এগারো মাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে গরু বোঝাই নছিমন রাস্তার পাশে উল্টে পড়ে। এতে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান নিহত মনিরুল নছিমন গাড়ির ছাদে বসে ছিলো,ট্র্যাকের সাথে সংর্ঘের পর তিনি গাড়ি সামনে পড়ে পিষ্ট হয়ে সাথে সাথে মারা যান। নছিমন গাড়িতে মোট ৫ টি গরুর ছিলো তেমন কোন ক্ষয়ক্ষতি হননি।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নছিমনে গরু নিয়ে আলামপুর পশু হাটে আসার পথে বিপরীত থেকে আসা ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে রাস্তার পড়ে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply