দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিংকের’ শিল্পী কিম জিসুর একক অ্যালবাম আসছে ভালোবাসা দিবসে। তবে এই অ্যালবামের নাম কী হবে তা এখনো জানা যায়নি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন সংবাদমাধ্যম সুমপি ডটকম লিখেছে, জিসুর এজেন্সি ব্লিসু এন্টারটেইমেন্ট জানিয়েছে ১৪ ফেব্রুয়ারি এই অ্যালবাম প্রকাশ হবে। এটি জিসুর ক্যারিয়ারের দ্বিতীয় অ্যালবাম। এর আগে জিসুর ‘মি’ নামের অ্যালবামটি এসেছিল ২০২৩ সালে। ওই বছরই মার্চে ‘ফ্লাওয়ার’ গান দিয়ে একক ক্যারিয়ারে যাত্রা শুরু করেন এই ব্ল্যাকপিংক তারকা। এছাড়া ইউকে অফিসিয়াল সিঙ্গেলস চার্টে ৩৮ নম্বরে তখন জায়গা করে নেয় ‘ফ্লাওয়ার’ গানটি। আইটিউনসে বিশ্বের ৫৭ দেশে শীর্ষ স্থানে ও স্পটিফাইয়ের বৈশ্বিক তালিকার ষষ্ঠ অবস্থানেও নাম লেখায় গানটি।
গানের পাশাপাশি অভিনয় জগতেও আছেন জিসু। ‘নিউটোপিয়া’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই গায়িকা; যা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে প্রচার হবে। এর আগে, ‘স্নোড্রপ’ নামের একটি নাটকেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জিসু। মেয়েদের মিউজিক ব্যান্ড ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল ‘স্কয়ার ওয়ান’। শুরু থেকেই ব্ল্যাকপিংকের সঙ্গে আছেন জিসু
Leave a Reply