1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :
repliquemontre.co
www.igetaustralianvapor.com
www.topwatchesol.com

fake rolex

relojes replica

shi sha magic
franck muller replica

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১৩৬ বিডিআর সদস্য

  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৮ মোট ভিউ
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১৩৬ বিডিআর সদস্য
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১৩৬ বিডিআর সদস্য

দীর্ঘ ১৬ বছর পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া ১৩৬ বিডিআর সদস্য। এর আগে বন্দীদের মুক্তির খবরে কারাফটকে ভিড় করেন স্বজনেরা। সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

আজ বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার থেকে তারা মুক্তি পায়। মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা হারানো চাকরি ফিরে পাওয়া এবং পুনর্বাসনে সরকারি সহযোগিতা কামনা করেছেন।
বৃহস্পতিবার সকালে কারা ফটকে কথা হয় বিডিআর বিদ্রোহ মামলায় জামিন প্রাপ্ত গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার মামুনের সঙ্গে।

তিনি জানান, যৌবনের শুরুতে চাকরি করতেন বিডিআরে। মাত্র তিন বছর চাকরি জীবন শেষে তার জীবনে নেমে আসে অন্ধকার। বিডিআর বিদ্রোহ মামলায় ২০০৯ সালে গ্রেপ্তার হন তিনি। এরপর দীর্ঘ ১৬ বছর কেটেছে অন্ধকার প্রকোষ্ঠে। জেল জীবনের শুরুতে তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। দীর্ঘ দিনপর বাবা মেয়ের মিলন কারা ফটকে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
মামুন জানান, শুধু মামুন নয়, তার মত ১৩৬ জন বন্দির জীবনের উল্লেখযোগ্য সময় কেটেছে কাশিমপুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। সকাল থেকে একে একে কারাগার থেকে জামিনে বের হচ্ছেন তারা। নিজেদের হারানো চাকরি ফিরে পাওয়া এবং পুনর্বাসনে সরকারি সহযোগিতা কামনা করেন তারা। এর আগে কেরাণিগঞ্জ ও কাশিমপুর কারাগারে ২২ জানুয়ারি বিডিআর বিস্ফোরক মামলার ১৭৮ আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকা শর্তে বন্দিদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে।

সাবেক বিডিআর বিদ্রোহের আসামিদের মুক্তি দাবি করে বিভিন্ন সময় আন্দোলন করে বিডিআর কল্যাণ পরিষদ। বিকেলে কারা ফটকে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল আলম বলেন, বিডিআর বিদ্রোহ ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় মিথ্যা মামলা ও ভূয়া আদালতের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিডিআর সদস্যদের বিচার করেছে যা নজিরবিহীন ও অনৈতিক। এ সময় ১৮টি বিশেষ আদালত বাতিল করে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের পুনর্বাসন ও নিরপরাধ বন্দিদের মুক্তি দাবি করেন তিনি।

গত ২০ জানুয়ারি রোববার বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এই জামিন দেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।

হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। যেখানে ১৫২ জনের ফাঁসি ছাড়াও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া খালাস পান ২৭৮ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com