চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়া উপজেলার মহাসড়কের পাশ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, হাটহাজারীর চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে ঐ বৃদ্ধ নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, ক্ষত-বিক্ষত মরদেহটি চেনা যাচ্ছে না।
অপরদিকে পটিয়ার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে এখানে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে কাজ চলছে।
Leave a Reply