কুড়িগ্রামের চিলমারী উপজেলায় গলায় মাফলার পেঁচানো অবস্থায় মাসুম নামে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তবে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে আত্মহত্যা করেছে ওই যুবক।
আজ শনিবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরেরকুটি এলাকায় বাঁশঝাড়ের ভেতরে একটি গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় মাসুমকে। পরে স্থানীয়রা থানায় খবর দেন। মাসুম মিয়া (৩৬) ওই এলাকার সাদেক আলীর ছেলে।
স্থানীয়রা বলছেন, মাসুম মিয়ার দুই বউ। এক বউ ঢাকায় থাকে আরেক বউ গ্রামে থাকে। তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলছে। শুক্রবার সে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে প্রতিবেশীরা বাড়ির পাশের বাঁশঝাড়ের একটি গাছের ডালে মাফলার এবং লুঙ্গি একসঙ্গে পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি মাসুমের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়।
চিলমারী মডেল থানার ওসি নাজমুস সাকিব সজীব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যা। পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply